The Historic Speech of 7th March — Bangabandhu Sheikh Mujibur Rahman

 

The historic 7th March Speech is one of the most vital, glorious speeches in the history of Bangladesh. It is evaluated as important as Martin Luther King Jr.’s “I Have a Dream” speech (1963). The historic 7th March speech is so important and ground-breaking in establishing Bangladesh as an independent nation through a War of Liberation in 1971. If it is not studied and discussed well, the contribution of Bangabandhu in leading the nation towards victory, his political wisdom, and the compulsoriness of a guerrilla war between the two unequal powers will remain unknown to many.




My Brothers,

I have appeared before you with a grieved mind today. You know and are aware of everything.  We have tried with our lives. But, it is a matter of sorrow that the streets in Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur have been stained with the blood of my brothers.

Today, the people of Bengal want liberation; they want to live and establish their rights. What wrong did we do?  In the election, people voted for me and Awamileague decisively. Our National Assembly will sit, we will create a constitution and we will construct this country.  The people of this country will have economic, political, and cultural emancipation. But it is a matter of sorrow; I regretfully tell it that the history of 23 years is the history of repression and blood of the people of Bengal.  It is the history of cries of dying men and women; it is the history of staining streets with the blood of the people of Bengal. We gave blood in 1952. Despite being victorious in the election of 1954 we could not take over the power. Ayub Khan has kept us enslaved for ten years by promulgating Martial Law. On 7th June 1966 in the Six Point Movement, my boys were shot dead. After the fall of Ayub Khan, Mr. Yahiya Khan took charge of the government. He gave us words that he will give a constitution and democracy in the country.  We agreed.    

Afterward, it became a long history. An election was held.  I met President Yahiya Khan Shaheb.  I requested him not only as the leader of the people of Bengal but also as the leader of the majority party in Pakistan to give a session of the National Assembly on 15th February. He did not keep my words; he kept Bhutto Sahib’s words.  He said it will be held in the first week of March. We said, alright, we will join the Assembly.  I said we will discuss in the Assembly.  I, even said, if anyone speaks fairly, despite being the majority in number, even if he is only one in number, we will oblige to his fair words.

Mr. Bhutto came here. He had a discussion with us. While leaving he said, the door to discussion is not closed; there will be more discussions. I had a discussion with other leaders. We urged them to come and prepare a constitution upon discussions.  He replied, if the members of West Pakistan come here, the Assembly will be a slaughterhouse.  He said he fears he will be killed.   If anyone comes to the Assembly, shops will be forcefully closed from Peshawar to Karachi. I said, Assembly will go on.  Then, all of a sudden, the Assembly was forcefully closed on the 1st of the month. 

Yahiya Khan Shahib called the session of the Assembly as the President. I said I will go. Bhutto Shahib declined.  35 members came here from West Pakistan. Then the Assembly was forcefully closed.   Blame was given to the people of Bengal and I.  People became defiant before arms. 

I asked the people to observe hartal peacefully. I asked them to close all the mills and industries. People paid heed to me.  They came to the streets willingly. People promised determinedly to continue protests peacefully. 

Remember, since we sacrificed blood, we will give more.  We will liberate the people of this country Inshallah.  What have got? The weapons bought at the expense of my people for saving the country from the attack of foreign enemies are used against the poor and harmless people. They are being shot.

We are the majority in Pakistan. Whenever we the Bangalees attempted to be in the ruling chair, they flung on us brutally.  I talked to him over the telephone.  I told him, Yahiya Khan Shahib, you are the President of Pakistan, come and see how my poor people are shot dead and how the mothers of Bengal are losing their sons. Please come here, see, and assess.  He replied I have decided to call a round table conference on the 10th instant.

I asked, what kind of conference, whom will we sit with? Those who have sucked our blood, will we sit with them? Suddenly he had a five-hour secret meeting without consulting with me and gave a speech where he put all blame upon me and the people of Bengal. 

My brothers, Assembly is called on the 25th instant.  The stain of blood is yet to be dried up.  I told them on the 10th that Mujibur Rahman cannot attend the Assembly stepping on the blood of the martyred. They have called sessions of Assembly. My points will have to be met: Firstly, martial law must be withdrawn; all the army personnel should go back to the barracks.  Inspection should be done of the killings and ruling power must be handed over to the elected representatives of the people. Then it can be considered if we sit in the Assembly.     

I don’t want to be the Prime Minister.  We want the rights of the people of this country.  I want to say that from today all the courts, offices, and educational institutions of Bangladesh will be closed for sine die from today.  The things that are related to the mass people and their lives will be free from hartal so that my poor people won’t be harmed. Rickshaws, carts, rails, and launches will be in business while Secretariat, Supreme Court, High Court, Judge Court, semi-governmental offices, and WAPDA will be closed. 

The staff will draw their salary on the 28th.  If salaries are not given, if any shot is fired, if my people are murdered, my request to you, make a castle in every house. You have to face the enemies with whatever you have and for the sake of life, even if I fail to give orders, you will blockade them. We will starve them of food; we will starve them of water. You are my brothers; stay in the barracks, no one will harm you. But, do not try to shoot on me. You cannot suppress the seven crore people. Since we have learned to die, no one can suppress us then. 

And those who have been killed, or injured, we, on behalf of the Awami league will help them financially as much as we can afford. Those who are solvent, if possible, please extend some monetary help to my Relief Committee.  I would like to ask the owners of mills and factories to give salary to my labor brothers who have been involved in the hartal for the last seven days.  My message for the government employees is you have to abide by what I order. Taxes and rents will be stopped from today till my country is liberated; no one will pay them.  Remember, the enemies have entered among us. They will create internal conflict and loot our properties.  The non-Bengalis living in this Bengal irrespective of religion are our brothers.  It’s your duty to safeguard them.  Be careful about our fame.  Remember, the staff at Radio and television, if the authority of Radio won’t pay heed to us, no Bangalee will go to the radio station. If the television won’t cover our news, no Bangalee will go there.  Banks will be open for two hours so that people can collect their salary. But o single paisa can be transferred to West Pakistan from East Bengal.  Telephone and telegrams will be in business in this Bengal and operate for sending news to the overseas media. But, if any attempt is taken to annihilate the people of this country, the Bangalees be careful in your acts. Form a Sangram Parishad in every locality and village under the leadership of the Awami league and be prepared with whatever you have.  Remember, since we gave blood, we will give more. We will free the people of this country Inshallah.  Struggle this time is for our liberation, Struggle this time is for our freedom. 

৭ মার্চের ঐতিহাসিক ভাষণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে।

আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কী অন্যায় করেছিলাম, নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব, এ দেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, তেইশ বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। তেইশ বৎসরের ইতিহাস মুমূর্ষু নর–নারীর আর্তনাদের ইতিহাস; বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ১৯৫২ সালে রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে দশ বৎসর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে ৭ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৬৯-এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন, দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম।

তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাঁকে অনুরোধ করলাম, ১৫ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম, ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। আমি বললাম, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব; এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।

জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন। বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরও আলোচনা হবে। তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম, আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি। তিনি বললেন, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসেন, তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন, যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম, অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ ১ তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো।

ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম যে, আমি যাব। ভুট্টো সাহেব বললেন, তিনি যাবেন না। ৩৫ জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্দুকের মুখে মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠল।

আমি বললাম, শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করেন। আমি বললাম, আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল। আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো।

মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্।

কী পেলাম আমরা? যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব-দুঃখী আর্ত মানুষের বিরুদ্ধে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। টেলিফোনে আমার সঙ্গে তাঁর কথা হয়। তাঁকে আমি বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কীভাবে আমার গরিবের উপরে, আমার বাংলার মানুষের উপরে গুলি করা হয়েছে, কী করে আমার মায়ের কোল খালি করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স ডাকব।

আমি বলেছি, কিসের বৈঠক বসবে, কার সঙ্গে বসব? যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে, তাদের সঙ্গে বসব? হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে পাঁচ ঘণ্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন।

ভাইয়েরা আমার, ২৫ তারিখে অ্যাসেম্বলি কল করেছে। রক্তের দাগ শুকায় নাই। আমি ১০ তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পা দিয়ে কিছুতেই মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছে। আমার দাবি মানতে হবে: প্রথম, সামরিক আইন মার্শাল ল উইথ ড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত নিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে । তারপর বিবেচনা করে দেখব, আমরা অ্যাসেম্বলিতে বসতে পারব কি পারব না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না।

আমি, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আমরা এ দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দিবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট-কাচারি, আদালত-ফৌজদারি, শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সে জন্য সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে, সেগুলির হরতাল কাল থেকে চলবে না। রিকশা, গরুর গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে; শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজকোর্ট, সেমি গভর্নমেণ্ট দপ্তরগুলো, ওয়াপদা কোনো কিছু চলবে না।

২৮ তারিখে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন। এর পরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবে না।

আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দুর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকাপয়সা পৌঁছিয়ে দেবেন। আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাঁদের বেতন পৌঁছায়ে দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে খাজনা-ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। মনে রাখবেন, শত্রুবাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে, তারা আমাদের ভাই। তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে। আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন রেডিও টেলিভিশনের কর্মচারীরা, যদি রেডিওতে আমাদের কথা না শোনেন, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। দুই ঘণ্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মায়নাপত্র নিবার পারে। কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাঠাতে চালাবেন। কিন্তু যদি এ দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে–শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

জয় বাংলা।

সূত্র: বাংলাপিডিয়া, খণ্ড ১৩, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি


Speaker

Sheikh Mujibur Rahman was born in 1920 and studied Bachelor of Arts at Calcutta University and a Law degree at Dhaka University. One of the founders of the Awami League in 1949, he led his party to a dramatic victory in the election of 1970, a key event in the emergence of Bangladesh. He became the nation’s prime Minister in 1972 and held the position of the President of Bangladesh from January 1975. Sheikh Mujibur Rahman was assassinated on August 15, 1975 in Dhaka by a group of Military personnel.


Translator

Alamgir Mohammad:

An English Lecturer at the Department of English, Bangladesh Army International University of Science and Technology, Cumilla, with six years of teaching experience at several universities in Bangladesh. He writes for the national dailies regularly and has published fifteen books and seven articles. His writings appear in reputed national and international magazines at regular intervals. Additionally, he is the co-translator of Art and Culture, Text Book for Class Seven, Eight and Nine, National Curriculum, and Textbook Board Dhaka, Bangladesh. A public speaker by instinct, Alamgir Mohammad participates in various programs arranged by Bangladesh Betar as a Resource Person. 

Leave a comment